July 31, 2021

পিঙ্কু ত্রিপাঠী

 জীবনান্তে 


হিজলের বনে রক্তাক্ত তিতির 
মরণ যন্ত্রনায় কাতর 
বারবার ফিনিক্স হতে চেয়েও ফিরতে হয় তাকে 
পিছুটান বলে যা ছিল 
চাপা পড়ে যায় আত্মহুতির অমোঘ পাপে.. 
এ তো জীবনান্ত 
হিসেব বলে কিছুই নেই এখানে 
এক আকাশের নীচে দাঁড়িয়ে এগিয়ে চলা 
অনন্তের দিকে.... 



 মায়ের অ-সুখ 


মায়ের অ-সুখ, 
মনের অ-সুখ, 
রাত জেগে চিরকাল ভাবে 
কতদূর অবিভক্ত বাংলা সাহিত্যের সীমানা... 
মা কি আজো স্বপ্ন দেখে? 
মায়ের স্বপ্নের কি ভীষণ মায়া 
লুকিয়ে লুকিয়ে গল্প লেখে 
নিজেই পড়ে,  নিজেই শোনে 
 নিজেই গড়ে তোলে
 এক অপ্রকাশিত সাহিত্যের ইতিহাস |
মায়েদের স্বপ্নের কি ভীষণ মায়া.... 






No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...