চায়ের কাপ
পিঁপড়ের দৌড়াদৌড়ির ভিতর
বৃষ্টি নেমে এলে
গুলে যায় পথ
তারপর ইতস্তত ঘোরাঘুরি আর
উৎস সন্ধানে নেমে যাওয়া
দিন থেকে রাত
রাত থেকে দিন
স্টেশনের ব্যস্ত ধুলোর শরীরে
ফেলে দেওয়া চায়ের কাপ
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
No comments:
Post a Comment