February 27, 2022

সব্যসাচী পণ্ডা

 আততায়ী

 

তোমার দুচোখে স্থির অপলক মায়া

যেন অনন্ত সন্ধানে ভেসে গেছে সব 

দুএকটি চুলের দীর্ঘ ক্লান্তিহীন যাতায়াত সে মুখে

সরিয়ে দেব ভাবি কতবার।...


এ হাত আততায়ী,অপরাধী, এই ভেবে সরিয়ে নিই বারংবার।




∆ ৩০ জানুয়ারি,২০২১।১৬ মাঘ,১৪২৮।রবিবার।সন্ধে ৭.৪০টা।পাঁচমুড়া,বাঁকুড়া।

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...