আততায়ী
তোমার দুচোখে স্থির অপলক মায়া
যেন অনন্ত সন্ধানে ভেসে গেছে সব
দুএকটি চুলের দীর্ঘ ক্লান্তিহীন যাতায়াত সে মুখে
সরিয়ে দেব ভাবি কতবার।...
এ হাত আততায়ী,অপরাধী, এই ভেবে সরিয়ে নিই বারংবার।
∆ ৩০ জানুয়ারি,২০২১।১৬ মাঘ,১৪২৮।রবিবার।সন্ধে ৭.৪০টা।পাঁচমুড়া,বাঁকুড়া।
No comments:
Post a Comment