রঙচটা
ভিজে রাস্তায় তেলের প্যাচ
আসলেই চ্যাপ্টা হয়ে যাওয়া বুদবুদ কিন্তু সে
অন্তত আলো তাই ভাবে
যখন বাহার তৈরি করে সঞ্চারে বা ব্যতিচারে,
যেন ফেনা, যেন প্রজাপতির পাখায় পাখায়
রঙমশাল।
একই কৌশল আলোর, কিন্ত ঘৃণিত
হয়ে ওঠে তেলের প্যাচ বা ভেজা রাস্তায় পেট্রোল,
মুখ থুবড়ে তেল, সিঙ্কে ব্যাড়বেড়ে
চামচ, হাতা, লম্বা সরু কাচের গেলাস।
ঘৃণিত হয়ত পাখায় রং বেশি বলে
অথবা জলের সম্মেলনে বিদেশি বা রঙচটা,
অন্যরকম ভাষা, অন্যরকম অ্যাকসেন্ট।
তারপর ঘৃণা শেষ হলে,
সাবান জলে ধুয়ে গেলে সেই প্যাচ,
তারা এখন ধূপধুনো দেয় রোজ, গান গায় বেসুরো, বেতাল,
শেষে একটা স্ট্যাচু বানায় স্মরণে - বাহারী
রঙের অনেক ছোপছোপ সারা গায়ে,
দাঁড় করানো চৌরাস্তার মোড়ে।
No comments:
Post a Comment