January 30, 2021

সুকুমার কর

সাংসারিক

    
তোমার কপটতা তোমার প্রেমিকা না জানলেও
তোমার বৌয়ের তা নখদর্পনে জেনে রেখো,
সুযোগ বুঝে সেও সাপ হবে।
সময়ের জালে রাগারাগি আর মাখামাখি
মিলে মিশে একাকার।

তোমার দুর্বলতা সন্তানের অজানা নয়।
তুমি অগ্নিশর্মা হলে,
বাবার রাগের আগুনে তাদের মা ছাই চাপা দেন।
তাদের খুশিতে তুমি আহ্লাদে গলে জল হলে,
তাদের মা খোটা দিয়ে বলে উঠবেন, 
"আদরে আদরে বান্দর করছো "।

তোমার বৃদ্ধ মা তোমার ভাঙা ঘরের
দেওয়ালে মাটির প্রলেপ দেন।
উৎসবের দিনগুলো ফিরে আসে।
সংসারের গোলকধাঁধায় পথ হারালেও
পথও বিনুনি খোলে।
সমস্যার পাহাড় তৈরি হয়
তবুও  পাহাড় যতই রুখা হোক
ঝর্না তারি ভেতর থেকে বেরিয়ে আসে।



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...