অবাক দর্শন
নির্মল বিশ্বাস থেকে মুছে ফেলি গ্রহপতনের বিচ্ছুরণ কোথায় তোমার ঘুমকাতর চোখের ভূমধ্য নাভিকুণ্ড? কোথায় তোমার সাগরজলে প্রবাহিত অমানিশা? সাতরঙা প্রেমের রসালাপী উড়ন্ত চাকতি তুমি। পৃথিবীর অভিকর্ষগ্রন্থি খুলে গেলে যে উদ্গিরণ তাকে আলিঙ্গন করো।সামাজিক দূষণরক্ষক অনাদিকে তোমার মহাচুম্বনের শেষ অঙ্গীকারে আপাদমস্তক লেহন করো।পেতে পারো অমূল্য বৈভব।
তিরতির করে বহে যাওয়া শান্ত নদীজলে আমাদের অবগাহণের শূন্য অবকাশ। তোমার পরিপুষ্ট জঙ্ঘাশানুদেশে মাথা রেখে শুয়ে আছি। যাকে তুমি প্রবঞ্চনা বলো। আমি বলি পক্ষীসমাচার। সেই পাখি ভোররাতে বলে যায়, ‘নগ্নতাই আমাদের শেষ সম্বল’। তাকে আমি ধার দিই ঘুমকাতর নাভিকুণ্ডের যৌনলোলুপতা। সে চোখ তোলে। অশ্রুসজল রিক্ততায় এই তার অবাক দর্শন।
No comments:
Post a Comment