অপরাহ্ন
এক হলদে গর্ভকেশরে অপরাহ্নের স্বনন,
দেহাতীত সীমায় বাধ্য জলাধারে উচ্ছাস
ভোর করে লেখা সংলাপ
কখনো পিঠ বাড়িয়ে চড়া জোছনা মেখে,
অল্পবয়সী দ্রাঘিমায় কেন্দ্রীভূত হচ্ছে জন্মক্ষণ।
ভিন্ন ভিন্ন কলমে বঞ্চিত হচ্ছে তিতাস নদী,
পুষে রাখা অন্তিমে বাড়তি কান্নার পরোক্ষন তটরেখা।
এক এক অপরাহ্ন দেখার দাওয়াতে;
বাড়ি ফেরার উষ্ণ চুমুক,সিগারেটে ভেজাল তকমা
আর,দক্ষিণী জানালার কার্নিশে-
তোমার অভিমান অনুবাদের বাক্য স্থিরতা।
ক্ষয়াটে ইশারায় সোহাগীকে ছুঁতে পারার ভিড়...
তছরূপে অপরাহ্নের অভিশাপ,
সাথে অপেক্ষায় থাকা অর্বাচিত তিস্তা।
মায়া
এক মরিচবাহী খেয়া মুখভারের মিছিলে ফেলেছে নোঙ্গর
জমা বই খাতার ভিড়ে দু পয়সার বকেয়া,
সর্বনাশিনীর আকন্ঠভরে মৃত্যু কাব্য:
দরদামে আজপিত এক ফালি মায়া।
হাত রাখা আক্ষেপের ছাওয়ায়
চেনা জন্মান্ধতা আমার বামে
কোষে কোষে অন্ধকার যাচ্ছে সেঁধিয়ে
তুমি আস্ত শরীর জুড়ে নামিয়েছো শীত,
বেতস লতায় আনচান খোয়াব
পাঁজরের রিডে মিহি মায়াক্ষত।
No comments:
Post a Comment