শরশয্যা
মীমাংসা চাইনা।কেন আমাকেই আঘাত করল না
সহস্র তীর,
কেন মাটির উপর ভাসমান নয় আমার হৃদি,
কেন জিহ্বা স্পর্শ করল না সুরধুনী বারি?
মীমাংসা চাইনা।
শুধু জানি
তুমি যে শরশয্যা পেতেছিলে যুদ্ধ শেষের বাসনায়
তার পাশে প্রেমের মালা হাতে
আমি তোমারই সম্মান রক্ষাকারী।
কমল দলিনী
তবে কি অপেক্ষারা আরো বেশি দীর্ঘ হবে
আশ্চর্য বাগানে আরো কিছু দেরিতে ফুটবে ফুল
কমল আর কমলদলিনীর রোদ পোড়া বিকেলে
জামরুল শাখে আরো কিছু বন্য দিনের ছুটি...
এসো অপরূপ,আমার সকল খেলায়,সকল ভালোবাসায়
অজস্র বার স্বর্ণমুদ্রার মতো তোমাকেই গুনি।
No comments:
Post a Comment