September 06, 2020

অভিষেক সৎপথী

 নিমন্ত্রণ লিপি


ড্রাগনফলের পত্রকান্ডের দীর্ঘ লোমের মতো

তোমার এলোমেলো চুলের ফাঁকফোকরে

আকাশ দেখি

চোখে চোখ হারাই

অনেককাল কোনো কুটুম্বতা নেই 

না হলুদ ছোঁয়ানো নিমন্ত্রণলিপি। 


অথচ দিন কতক আগে

জানালা দিয়ে দেখেছি

দু আঙুলের মতো ফাঁকা ফাঁকা দু মানুষের

দাঁড়িয়ে থাকা

বটগাছটির মতো দীর্ঘায়ু হয়ে 

দাঁড়িয়ে ছিল টিনের শেডে

নিমন্ত্রণ লিপি আর কয়েকটি সুপুরি হাতে

অথচ দরজা খুলে তাকে আমন্ত্রণ জানাইনি।


No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...