September 06, 2020

মুহাম্মদ আকমাল হোসেন

দু'টি কবিতা


শূন্যতা -১

বুকের ভিতর ময়ূর পেখম,জল যুবতী নদী।

                                    ইচ্ছে স্রোত।


ডাক টিকিট মারা দিন 

পুরে দি সাদা স্মৃতির খামে।


 সত্তার নতুন কলির ঠিকানায়।

ছোবেনা তুমি গ্রহনের আগে - পরে

বিষ অ্যানথ্রাক্স! 


ইচ্ছে গুলো  উজান।বেহুলার সাথে,

মৃত পোস্ট অফিসের গান করে।


শূন্যতা ২


পথ পিষে মাখিয়ে নিচ্ছি পায়ে,

আয়ুর্বেদিক বিজ্ঞাপনে মিশে দুই বেলা।


চেনা হাতের বিশ্বাসে ডুবে মরি।

দিতে পারো, বিষের পেয়ালা


পোড়ো বাড়ির বিশ্বাস নিয়ে দঁড়িয়ে আছি 

 শূন্য পথে একলা...


No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...