June 30, 2021

সুকুমার কর

 একদিন 


পরনে মিহিন ধুতি 
রাশভারী গলা 
দুবাহু দুলিয়ে তার 
ওস্তাদি চলা 
শহরে ফ্ল্যাট বাড়ি 
গ্রামে চারচাকা 
কোনো কাজ নেই তার 
কাঁড়ি কাঁড়ি টাকা 
সারাটি বছর ধরে 
মেলা আর খেলা 
যখন যেখানে যান 
সাথে থাকে চ্যালা 
দাদাগিরি করে যান 
ভেঙে পাকা বেল 
পুলিশ ম্যানেজ করা 
বামহাতের খেল 
জনগণ সব গাধা 
বোঝেনা কিছুই 
বেছে বেছে তিনি 
খান রুই আর পুই 
সকলেই সব বোঝে 
রেখেছেও মনে 
ধুতি খানা খুলে দেবে 
জোরে এক টানে


No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...