একদিন
পরনে মিহিন ধুতি
রাশভারী গলা
দুবাহু দুলিয়ে তার
ওস্তাদি চলা
শহরে ফ্ল্যাট বাড়ি
গ্রামে চারচাকা
কোনো কাজ নেই তার
কাঁড়ি কাঁড়ি টাকা
সারাটি বছর ধরে
মেলা আর খেলা
যখন যেখানে যান
সাথে থাকে চ্যালা
দাদাগিরি করে যান
ভেঙে পাকা বেল
পুলিশ ম্যানেজ করা
বামহাতের খেল
জনগণ সব গাধা
বোঝেনা কিছুই
বেছে বেছে তিনি
খান রুই আর পুই
সকলেই সব বোঝে
রেখেছেও মনে
ধুতি খানা খুলে দেবে
জোরে এক টানে
No comments:
Post a Comment