উন্নত প্রাণী
পশু পাখিরা ঈশ্বর জানে না
মানুষ তবে ঈশ্বর জানে
পশু পাখিরা ঈশ্বর চেনে না
মানুষ তবে ঈশ্বর চেনে
তবুও পশু পাখিদের রেখে দিয়ে
মানুষ ছাড়া
সুন্দর
অনেক সুন্দর
হতো
এই
পৃথিবী
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
ধন্যবাদ
ReplyDelete