প্রবাহ
কিছু মৃত্যু এখনো অগ্নিশয্যা ছেড়ে যেতে পারে না ।
ওদের আশেপাশে দু চারটে ভয়ার্ত কুকুর ঘোরাঘুরি করে ।
সরষের তেলের মতো হলুদ সকাল আমাকে বারে বারে মনে করিয়ে দেয় নির্জনতা ।
একটা প্রজাপতি ওই ঘি মাখানো আগুনের ঝাঁপ দিলো, তারপর একটা বোলতাও ঝাঁপ দিল,একটা মুমূর্ষু পিঁপড়েও ঝাঁপ দিল,কিন্তু মানুষ, সে পুড়ে যাবে, ঝলসে গিয়ে চোখ বেরিয়ে আসবে তবু আগুনে ঝাঁপ দেবে না কোনোদিন।
বাকি সময় টুকু শুধু আক্ষেপ আর অপেক্ষার মাঝে থমকে আছে ।বটগাছ শুকিয়ে মরে গেলেও তার গা থেকে আবার কখন যে একটা ছোট্ট সবুজ পাতা মাথা তুলবে, কেউ বলতে পারে না।
এমনি করে বাঁশির সুরে সুরে কৃষ্ণচূড়ার সমস্ত যৌবন ফুরিয়ে গেল তবুও প্রবাহ থেমে নেই ।
কোকিল মধ্যরাত্রিতে গান বাঁধার ছলে একটা ছোট্ট সুপ্ত বীজ নিয়ে পালিয়েছে মুখে করে,
যেমন তন্দ্রাচ্ছন্ন কারাগার থেকে বাসুদেব ছোট্ট কৃষ্ণকে এনে দিয়েছিলেন যশোদার কোলে ।
No comments:
Post a Comment