সিরিয়াল কিলিং
তোমার সৃষ্টিকর্তার নাম জিঞ্জেস করেছিলাম
তোমার বাবা মা উঠে এলেন
তালিকা লম্বা হতে নাম লেখালেন ঈশ্বর
আচ্ছা , ঈশ্বরের মৃত্যুর খবর শোনোনি বুঝি
তুমি বলেছিলে ঈশ্বরের মৃত্যু সম্ভব না
কারণ , সৃষ্টিশীল নাকি আত্মহত্যা করে না
একজন চাষি শুধু ফসল চাষ করে
তুমি তো দোকান থেকে কেন
এতে সৃষ্টিশীলতা থাকবেই বা কোথায়
একজনও চাষী আত্মহত্যা করেনি
সৃষ্টিশীল মানুষ আত্মহত্যা করতে পারে না
আসলে সবকটাই পরোক্ষ সিরিয়াল কিলিং
ধন্যবাদ
ReplyDelete