May 30, 2021

প্রসাদ সিং

সিরিয়াল কিলিং                           

তোমার সৃষ্টিকর্তার নাম জিঞ্জেস করেছিলাম
তোমার বাবা মা উঠে এলেন
তালিকা লম্বা হতে নাম লেখালেন ঈশ্বর

আচ্ছা , ঈশ্বরের মৃত্যুর খবর শোনোনি বুঝি
তুমি বলেছিলে ঈশ্বরের মৃত্যু সম্ভব না
কারণ , সৃষ্টিশীল নাকি আত্মহত্যা করে না

একজন চাষি শুধু ফসল চাষ করে
তুমি তো দোকান থেকে কেন
এতে সৃষ্টিশীলতা থাকবেই বা কোথায়

একজনও চাষী আত্মহত্যা করেনি
সৃষ্টিশীল মানুষ আত্মহত্যা করতে পারে না
আসলে সবকটাই পরোক্ষ সিরিয়াল কিলিং




1 comment:

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...