May 30, 2021

অমর্ত্য বন্দ্যোপাধ্যায়

সুপর্ণা সিরিজের কবিতা ১


ছাতিমের গন্ধ গিয়েছে,
নিস্পৃহ রাতের আলোকে,
জেগে থাকে অপূর্ণতা কেবল,
জেগে থাকে সুপর্ণা,
অনন্ত রাত নিয়ে বুকে,

বহুদূরে গেছে ওরা,
বহুদূরে সরে গেছে,
হেমন্ত কুয়াশা যেখানে,
পথের অন্ধকার মাড়িয়ে,
পৃথিবীর অসুখ নিয়েছে,

তন্ত্রীতে বেঁধেছে সুর,
অনন্ত নীরবতা কেবল,
সুরহীন বিকেলের মতো,
তীব্র হয়েছে জল,
চক্রবাক ...

ঘূর্ণিতে মিশেছে পৃথিবী,
চিরন্তন ...


সুপর্ণা সিরিজের কবিতা ২

সব কিছু শেষ হয়ে এস,
সমস্ত পাথর ফাটিয়ে,
নদী হয়ে এস,
জন্মদাত্রীর মতো,
উচ্ছল কল্লোলিতা,
সর্পিল রেখাটির মতো,
যেখানে ঘুম,
পাথুরে ঘাস,
নুড়ির রং ...

শীতকাল গিয়েছে অনেক,
বহুদিন ধরে বেঁচে আছি,
ময়দানে অপেক্ষায়,

সুপর্ণার সঙ্গে কিছুক্ষণ ...


সুপর্ণা সিরিজের কবিতা ৩

কুয়াশার বিকেলে মুড়েছি,
উপহার দিয়েছি রোজ,
একেকটা কবিতা ঘুম,
রডোডেনড্রনের আবেশে,
পাহাড়ি ঢাল,

সুপর্ণাকে মনে পড়ায়,
যেখানে তিস্তা-জল,
অলকানন্দা-বেগে,
হারিয়েছে সমতলে কোথাও,
যেখানে মেঘ,

ছুঁয়েছে তোমাকে-আমাকে,
রাত্রিদিন, কুয়াশা-ঘর ...


সুপর্ণা সিরিজের কবিতা ৪

সুপর্ণার জন্য লিখেছি,
কলকাতার সমস্ত মাঠ,
সমস্ত পার্ক, জটলা, চায়ের দোকান,
একাডেমি চত্বরকে পেরিয়ে,
সুপর্ণাকে লিখেছি,
আরেকটা শীতকালের খবর,
যেখানে মাটিময় হয়ে আছে,
সবকিছু,
যেখানে নীরবতা,
আশ্চর্য ফসিলের মতো – সুপর্ণা!

যেখানে শীত,
কেবলই ভয়ের জন্ম দেয়,
 শরীরে শরীরে ...

নগরিকা হয়ো আজ,
ছুঁয়ে দেখ,
আশ্চর্য উষ্ণতার খবর,

সুপর্ণাকে লিখেছি রোজ,
... ভাস্কর অপেক্ষায়।








No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...