May 30, 2021

তুষার ভট্টাচাৰ্য

 দুঃখের ধারাপাত 


রাত্রির নিজস্ব দর্পণে শুধু অনন্ত দুঃখের

পাণ্ডুলিপি ভেসে ওঠে ;

 উদ্ভাসিত জোছনায় দু'ডানা মেলে তবু 

উড়ে যায় রাত পাখিরা

নিখিল দিগন্ত পানে ;

রজনীগন্ধা স্বপ্ন বুকে নিয়ে ঘরে

কেউ না কেউ

জ্বালিয়ে দিয়ে যায় ভালোবাসার

 সাঁঝবাতি প্রদীপের আলো । 

আর তখনই ভুলে যাই দুঃখের ধারাপাত । 







No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...