দু'টি কবিতা
মানুষ বিষয়ক কবিতা
শঙ্খচূড় বিষ কিংবা
ফণিমনসার ঝাড় সরিয়ে সরিয়ে
অতিদ্রুত সরে যায় মানুষ--
ক্রমশ নিরাপদ ব্যুহে,
এভাবেই তুলে আনে সে নিহিত সুখের ফুল।
মানুষই বোঝে--
প্রতিকুল হাওয়ার গতিবিধি। অন্ধকার ঘেঁটে খুঁজে পায়
আলোর পরশপাথর।
ফণা
নামমাত্র পাতা নেই--
তবু--
মাটির গভীরে শিকড়ের শিরায় শিরায়
জীবনের কী তীব্র গন্ধ--
বোবা নদীর খুব কাছ থেকে শোনো,
ভিতর স্রোতের শব্দ--
এভাবেই--
তার বাধ্য নাগরিকের শীতঘুম ছিঁড়ে দেখ
কী ভীষণ ফণা।
No comments:
Post a Comment