দু - এক কথা ৫
মনে হয় এখানেই ইতি টানার একটা দরকার আছে
কোনরকম স্বচ্ছন্দ বোধ নয়
বরং একটা অভিমানের বিকেল আঁকবো
রাতের প্রহরীরা দাঁড়িয়ে থাকবে
আমায় ঘিরে
তুমি বলবে -
আমি চাঁদ তারার গল্প শুনতে শুনতে
হারিয়ে যাবো আমার ভারতবর্ষে।
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
No comments:
Post a Comment