W B Yeats -এর "Politics" কবিতার ভাষান্তর করেছেন দেবকুমার মুখোপাধ্যায়।
রাজনীতি
যখন মেয়েটা ঐখানে দাঁড়িয়ে
তখন কী করে
আমি আমার মনটাকে
রোম, রুশ কিংবা স্পেনের রাজনীতিতে বসাই?
অন্তত এ লোকটা যে অনেক দেশ ঘুরেছে
সে জানে সে কী বিষয়ে কথা বলছে,
এবং ঐ একজন রাজনীতিবিদ
যে অনেক পড়েছে ও ভেবেছে,
হতে পারে তারা যা বলছে তা সত্যি
যুদ্ধ বা তার সম্ভাবনা সম্পর্কে,
কিন্তু এই দেখো আমি আবার যৌবনে
ফিরে গিয়েছিলাম
সেই মেয়েটিকে বুকে করে!
No comments:
Post a Comment