May 30, 2021

অমিত চক্রবর্তী

একটা আশ্চর্য সুড়ঙ্গ


আজ সকালে পড়িমড়ি করে

একটা আশ্চর্য সুড়ঙ্গের ভেতর দিয়ে যাচ্ছি আমরা

ইতিহাস না পড়ে, ইতিহাস না পড়ে

একটা আশ্চর্য সুড়ঙ্গের ভেতর দিয়ে –

কেমন হত তুমি বলত

 

বাইরে কি এখন আলো – চোখধাঁধানো না আলেয়া

বাইরে কি এখন আগুন

অফুরন্ত না কাঠপোড়া –

তুমিই বল

 

সামনে বেড়াবতীর জঙ্গল

একটা আশ্চর্য সুড়ঙ্গ

একটা লম্বা টানেল ভিশ্যন …



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...