January 30, 2021

সঞ্জীব সেন

নিজস্ব কান্নার এপিটাফ

‘সমাধিপৃষ্ঠার’ মত পড়ে থাকে অগ্রন্থিত কবিতার পঙক্তিরা
আজ যদি  দু-ফোঁটা চোখের জল ফেলো ,
দেখবে  আবার ফিরে এসেছে তারা,

বিকেলের আলো কমে আসে এখানে
তুমি তখন ছাদে উঠে আসো,
স্তব্দতার পাঠ।ঝরাপাতার ক্লাস
কুড়তে কুড়তে ক্লাস ফুরালো
মালতীবালা বিদ্যালয়,
নাম ছিল পারুল
সেই মুখ  আজও মনে পড়ে !

এতদিন পর, ডাক দিলে,ছাদে
টবের ভিতর এক মৃত কবির হাড়গোড়,
তাতে একটা নয়নতারা গাছ
এবার দু ফোঁটা চোখের  জল ফেল ,
খোঁপার কাটার  মত অহংকারী চোখের জল
স্তব্ধতা।রাত্রিযাপন।কবির ক্লাসে ছিলে একটা দিন

আজ সেইসব মৃত কবিদের মিটিং
কারুর হাতে একটা তাম্রপত্র, কারুর হাতে অগ্রন্থিত কবিতাসমগ্র।কবিতা সন্ধ্যায় ডাক পাইনি
এই সব কবিরা মাঝে মধ্যে জ্বলে ওঠে
তাদের দেখা যায় না,
শুধু ধিক্ ধিক্ আগুন জ্বলে  রাতে...

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...