January 30, 2021

শঙ্খ চক্রবর্ত্তী

একা, বড্ড একা হয়ে যাচ্ছি দিন দিন।

আর ভালো লাগছে না এই নাটক,এই মঞ্চ,এই অভিনয়
সব ছেড়ে চলে যাবো হঠাৎ করে
সময় গড়ালে দূরত্ব আসে,শুভ কাজে বাধা পড়ে যায়
যা আমি চাই না।

এই চলে যাওয়া টুকু স্থগিত করতে পারলে মুক্তি পাবে আমার রক্তখেকো আত্মীয়-স্বজন, মশার দল
আমি তাদের প্রতি ঘৃণা দেখাতে পারি না।
বন্ধুরা কেমন আছে সেটুকু জানি মোটামুটি, আমার খবর তারা জানে না, বোঝে না

মা বাবার জন্যে মন খুব খারাপ ক'দিন। আমি চলে গেলে তাদের কে দেখবে এইসব আরকি
আর বান্ধবীকে বলে দিয়েছি ভালো থাকতে।
সবাই খুব কান্নাকাটি করবে হয়তো 

একটা দুটো কি তিনটে সপ্তাহ ধরে

কিন্তু সেটুকুও কি মানসিক কিংবা শারীরিক অশান্তিসমূহবশত অভিনয় নয় ?

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...