কবি শম্ভু রক্ষিতের কবিতা ঘিরে আছে একরাশ মুগ্ধতা, আশ্চর্য মহাজাগতিক আলোর জোছনায় স্নাত তাঁর গদ্য কবিতা, ঝরণার মতো উচ্ছ্বাস, সহজাত ধারা, কোলে কোলে সাদা, কালো নুড়ি পাথরের মতো চেনা অথচ অচেনা শব্দমালা। অদ্ভুত এক মায়াজাল পাঠককে সম্মোহিত করে, আর একবার পড়তে বাধ্য হয়।
শম্ভু রক্ষিতের কবিতা-প্রকরণ সবার থেকে আলাদা, তাঁর শব্দচয়ন, ছন্দ এবং পংক্তির বিন্যাস অনুপমীয়:
"তোমার ঘর্মাক্ত মুখের ওপর মশালের রক্তরং আলো, তোমার অন্তরের এই রকম উজ্জ্বলতা, সবই গহ্বর ও আমার এই ধরনের বিষয়;তুমি কি আন্দোলিত ধূসর পাথরে? ঘূর্ণি চাকায় পালিশ করে পৃথিবীর চন্দ্রমুখী একটি তারা।...
তুমি ছিলে জীবিত, এখন মৃত, তুমি কণিকা ও সূর্যের
মধ্যে বিন্দু ও বিস্ফোরণজাত গোলাপ। "
(প্রিয় ধ্বনির জন্য কান্না, তৃতীয় কবিতা)
"মহুয়ার দেশ" চতুর্থ সংখ্যা (ডিসেম্বর সংখ্যা) প্রকাশিত হল।
এই সংখ্যা উৎসর্গ করা হয়েছে কবি শম্ভু রক্ষিতকে।
মহুয়ার দেশ
ডিসেম্বর সংখ্যা, ২০২০
No comments:
Post a Comment