January 30, 2021

অমিত চক্রবর্তী

জানি না কোন্ সমুদ্র বা অতল গহ্বরের দিকে

জানি না কোন্ সমুদ্র বা অতল গহ্বরের দিকে ছুটে যায়
আমাদের ছাতাপড়া মনগুলি -
পাক খেয়ে খেয়ে প্রতিদিন,সম্মোহিত জাগরণ বেশে।
চোখ বুজোলেই কিন্ত ছলাৎ-ছলাৎ সুর
বাঁ হাতে শাড়ীর পাড়, ডান হাতে রান্না,
ভারসাম্যে ইঁট থেকে ইঁট বৃষ্টিদিনের উঠোনে।     

জানি না কোন্ সমুদ্র বা অতল গহ্বরের দিকে ছুটে যায়
আমাদের সংসারী মনগুলি
মথ,পতঙ্গের মত ধাঁধা লাগা চোখে।
ক্রমাগত সময় পেরিয়ে সে সমুদ্র, গহ্বর হয়তো বা মিলে একাকার -
কোথায় যে উজ্জ্বল বনভূমি, রঙচটা নষ্ট ছবি
সবই দেখি নিশ্চুপ সময়ের বুনো শাসনে।

2 comments:

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...