January 30, 2021

নির্মাল্য মণ্ডল

 নিঝুম রাতের কান্না

হঠাৎ যখন ঘুম ভাঙে মাঝরাতে 
আলো জ্বালতেই দেখি হৃদয়ের গভীর থেকে
পাখা সম্বলিত পিঁপড়েরা আলোর দিকে উড়ে যায় 
যেখানে মৃত্যুর সাক্ষাৎ নিশ্চিত জানে,
জেনে ইচ্ছেগুলো মরে যায়।

বাথরুমের ট্যাপ থেকে জল ঝরবার শব্দ 
শুনি শুয়ে শুয়ে 
ফোঁটায় ফোঁটায় ঝরে যায় স্বপ্নগুলো !

বেওয়ারিশ কুকুর বিলাপে জানায় যত কষ্ট 
ট্রাকের চাকার নীচে পিষ্ট কবিতার ব্যাকুলতা
কাঁদে অসহায়, তবু জেগে থাকে বিদগ্ধ মন 
মুখ থুবড়ে নর্দমায় পড়ে অনুভূতি। 

মাঝরাতে প্রায়ই আমার ঘুম ভাঙে আজকাল। 

খেলা

বারবার পড়ন্ত বেলা পশ্চিমে ঢলে পড়া সূর্য 
আর নারীর কনে দেখা আলোয় গোধূলি লগন আসে।

যতনে সাজিয়ে রাখা শাড়ি খুলে রোদে মেলে ধরা 
নিজস্ব উচ্ছ্বাস। আমার সম্মুখে শুধু ধুলো ও বাতাস। 

উষ্ণ আপ্যায়নের আড়ালে বিজ্ঞাপনী প্রচারের কৃতকৌশল
অনন্তকালের যত ধূসর পান্ডুলিপির যেন কবে উন্মোচন ? 

গোবেচারা রাখালের শেষ বাঁশি বেজে গেছে কবে ?
এবার তোমার পালা 
এভাবেই জলখেলার দিন শেষ হবে। 

নিরন্ন জটিল অঙ্কে ভরপেট কেন সুখী নয় 
এ হিসাব মেলাতে বসে শুধু দেখি বিস্ময়। 





No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...