July 31, 2021

মীরা মুখোপাধ্যায়

 নারীতান্ত্রিক


কিশোরীটি প্রথমে অবাক ,তারপর প্রাণপণে 

আঁকড়ে ধরেছে নিজের পোষাক আর 

হাসতে হাসতে লুটিয়ে পড়েছে নৌকোর ভিজে খোলে।

                                                       

টোনোটিওয়াটে এসে তাকেও যে নগ্ন হতে হবে

একথা জানাই ছিলো কিন্তু এখন লজ্জা করছে,

এরিমধ‍্যে মাসি ও দিদিমা অন্তর্বাসও খুলে রেখে

নেমে গেছে অগভীর জলে

ঝিনুক হাতড়ে তুলছে। অদূরেই দুটো নৌকো

সেখানেও নগ্ন মেয়েরা আদিরসাত্মক

কৌতুকে খানখান 


নদীর হাঁসুলি ঘিরে আলো ছায়া, ক্লীবলিঙ্গ হাওয়া 

কাছে আসছে, সরে যাচ্ছে দিকচক্রবাল ছুঁয়ে তাই

মেয়েটি পোশাক খুললো....

এবারই প্রথমবার, পুরুষের সাহায্য ছাড়াই





1 comment:

  1. সুন্দর চিত্রকল্প ও দ্যোতনা

    ReplyDelete

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...