গাইড
মানুষ এখন মানুষের হাত ছেড়ে অসময়ের আঙুল ধরে হাঁটছে,
জেব্রাক্রসিং চৌরাস্তার মোড় ছাড়িয়ে কোথায়---
কোন নিস্তব্ধ সুড়ঙ্গে?
সব জারিজুরি শেষ---
জামার কলার,তর্জনী নামিয়ে একমনে শুনছে
অসময়ের ধারাবিবরণী।
আর চোখের সামনে---
সেই কবেকার ক্যানভাস-
ছবি ঘুঘনির এঁটো শালপাতার মত
উড়ে যাচ্ছে ম্যানহোলের দিকে।
No comments:
Post a Comment