July 31, 2021

সমাজ বসু

 গাইড


মানুষ এখন মানুষের হাত ছেড়ে অসময়ের আঙুল ধরে হাঁটছে,

জেব্রাক্রসিং চৌরাস্তার মোড় ছাড়িয়ে কোথায়---

কোন নিস্তব্ধ সুড়ঙ্গে?

সব জারিজুরি শেষ---

জামার কলার,তর্জনী নামিয়ে একমনে শুনছে

অসময়ের ধারাবিবরণী। 

আর চোখের সামনে---

সেই কবেকার ক্যানভাস-

ছবি ঘুঘনির এঁটো শালপাতার মত

উড়ে যাচ্ছে ম্যানহোলের দিকে।







No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...