July 31, 2021

অরুণ সিংহ মহাপাত্র

 ভালো থেকো 


ভালো থেকো শাপলা শালুক মাঝে-

সময়ের পরিযায়ী পাখি, 

গহিন বনানী মাঝে ভ্রমরীর ইতিবৃত্ত_

কিম্বা যেখানে স্বর্ণলতায় কলা বৌ সেজে,

যে গুল্মটি মিটি মিটি চেয়ে থাকে-

আকাশের দিকে-

শহরের রাজপথে কোলাহলে মিশে গেছে

যে আদিম মানুষের পরবর্তী দল;

ঊষর বালুকা পথে যে বেদুইন গান গায়-

মরু জাহাজের।

মক্কা মদিনা প্যালেস্টাইন কিম্বা

কানাডার পথে ঘাটে যে মেয়েরা, 

স্বপ্ন দেখে হলুদ জীবন কিম্বা

ভালো থেকো তুমিও...






No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...