এই শহর
অনেক শোকে আমার এই শহর ফুল রাখে,
মোম জ্বালে অকুস্থলের দরজায়-
কালো শব্দের মৌন মিছিলে পা রাখে-
অথচ-
পাশার চাতুরী জেনেও কী ভীষণ মূক শহরের
ধৃতরাষ্ট্র চোখ।
এইরকম সমাধির ঘাস মাড়িয়ে নীপবীথির ছায়ায় হেঁটে যাবে কতদিন
দুঃশাসনের দল;
আর নয়-
এইবার সন্ধির রঙ মুছে আজীবন সাজিয়ে রাখা বিশ্বাস ভেঙে
নিশ্চিত ছুঁড়ে দিক-
তাদের মলিন ও অসৎ কার্যকলাপের বিরুদ্ধে সুকৌশল ক্রোধ,এবং
চোখ মুছে অদৃশ্য তর্জনী তুলে ধরুক আমার এই শহর।
No comments:
Post a Comment