October 30, 2022

নীলম সামন্ত

এবং কিন্তু অথবা

১.

বায়বীয় পাগলামির শেষে আলো জ্বালতেই 

ফুসফুসে ঢুকে পড়ল

parrot of life cycle 


২.

জীবন কোন ভিক্ষার দান নয় 

হতে পারে একটা মিসড কল 

কিংবা আশাবাদের কারখানা


৩.

আকাঙ্খার পরবর্তী আলোকপাত 

অপ্রকাশিত সুড়ঙ্গ 

যত রহস্য 

ততই চুম্বকত্ব 


৪.

আঘাতটুকুই দেখলে

হ্যাশট্যাগে পৃথিবী তোলপাড় 

অবসাদের গুদামঘর 

এড়িয়ে গেলে 

নির্দ্বিধায় 


৫.

We can share a cup of coffee 

Instead of red wine 

বর্ষার শেষরাতে 

গেট কিপার উপেক্ষা করে ঢুকে পড়ছে 

সিংহের গর্জন 


৬.

গাঁজা গাছটা মরে গেছে 

নেশার জন্য ছাদ ও মাদুরই যথেষ্ট 

তুমি ত্যাগ লিখবে 

আমি লুডোর ডাইসে তিন ছক্কা  

পায়ে পায়ে চলবে অতর্কিত বিশ্বযুদ্ধ...







No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...