October 30, 2022

অংশুদেব

 মা এক নির্মল আলো


ঘুমের মধ্যে ভেঙে যাচ্ছে পথ

শকুন উড়ছে

একাকী বালিকা পাহাড় গুহায়

আলোয় আলোর মালা গাঁথে।

খুব ক্ষিদে...

মাথায়

বুকে

পেটে

আর...

সূর্যের মিতালী বৈকালিক রঙে।


জীবনটা একটা বোঝা

বাপের দেওয়া

মায়ের দেওয়া

দেওয়া যাদের

নেওয়া তাদের

হিসেবের খাতা ঘিরে পাথর সময়

শীতের হিমে জাগে জীবন কবিতা !


তবুও বালিকা যুবতী হয়

আলোর ছবি আঁকতে গিয়ে

স্মৃতির পাতায় পাতায় কালো।

যুবতী মা হয়ে সেই অন্ধকারে

অন্ধকার ছিঁড়ে ছিঁড়ে টেনে দিল

এক নির্মল আলোর অমৃত আভরণ!


  জানুয়ারী ২০২২

চম্পাহাটি 








No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...