পূর্ণিমা
যেভাবে তুমি আলোর ভাষায় কথা বল
তা আমি জেনেছি কিছুদিন।
তোমার কথায় এক দৃষ্টি অতীত জাদু আছে
চাঁদ জানে সে রহস্যের ডাকনাম...
আজ আকাশে হাতের নাগালে চাঁদ
আমি চাঁদ ধরব বলে মধ্যরাতে ছাদে উঠলাম।
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
No comments:
Post a Comment