হামাম
পয়ঃপ্রনালী দিয়ে বয়ে আসছে সুবাসিত জল,
শীতের সকালে ভাপ উঠছে জল থেকে।
ফুলের নির্যাস দিয়ে চুল ধোও তুমি
তারপর জল ঠোঁট বেয়ে, বাহুমূল, স্তনসন্ধি ধুয়ে...
তুমি খুব ভোরে উঠে স্নান সারো,
হামামে এলেই তুমি আমি টের পাই,
বুরুজের পাশে এসে বসি।
ভিক্ষাপাত্র ভরে তুলি হামামের বেয়ে আসা জল,
তোমাকে দেখিনি কিন্তু তোমার গন্ধ চিনি আমি
পয়ঃপ্রনালীর জল জিভে দিয়ে শীৎকার করি।
তোমার স্নানের দৃশ্যে কোনদিন থাকতে পারবো না,
পয়ঃপ্রনালী দিয়ে বেয়ে আসা জল
ক্লেদ, গ্লানি, প্রেম আর শরীরের নুন
এই নিয়ে বেঁচে আছি, একা এই বুরুজের পাশে
No comments:
Post a Comment