October 10, 2021

বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়

অনন্তের পথে


অনন্তের পথে যাব বলে
নতুন লেখা কবিতা দিয়ে 
কাগজের নৌকো বানিয়েছি
কেউ তো পড়বে না
অক্ষরগুলো ভেসে যাক
অরুন্তুদ বৃষ্টিফোঁটায়। 

আসলে যাবার আগে সব ত্যাগ করতে হবে
শব্দ, শব্দের প্রতি মোহ - সবকিছু
কথা, কথ্য ঠোঁটের মানুষ - সবাইকে।

হেঁটেই যাব, একা
তারাদের পথে বাস-ট্রাম মেলে না
কন্ডাকটর নেই যে স্টপেজ বলে দেবে।

অনন্তের পথে চলে যাব বলে
পকেটভর্তি শূন্যতা সাথে নিয়েছি। 



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...