October 10, 2021

তীর্থঙ্কর সুমিত

দু - এক কথা ৮


এখানে আসলে,দক্ষিণের বারান্দায় যেনো 

ক্রমশ আড়াল করা বিকেল

সময়ের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে

ঋজুরেখার বহুতলে উত্তরের হওয়া

ভাসমান স্রোতে বয়ে গেছে ছেলেবেলার অক্ষর


মাঝিরা নৌকা ভাসায় একটা ঘর আঁকবে বলে।





No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...