October 10, 2021

দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী

 খাঁচা

মুখ বুজে চেয়ে আছি যেটুকু আচ্ছাদন 

ভীত নই পড়ন্ত বিকেল

এখন আস্ফালনে তেজহীন মেঘেদের রঙ

যেসব পাখিরা আজ ফিরতে পেরেছে বাসায়

তাদের গল্প শুনি অজস্র খাঁচায়... 


মেপে দিয়ে গেছে সব বাঁচার রসদ 

সেটুকু জড়িয়ে ধরেই আসে ভোর

শৈশবের হারানো বন্ধুরা এ সময়ে

ফেলে আসা ডাকনামে যদি ডাকে

উড়বই ক্ষতবিক্ষত ডানার অবশিষ্ট পালকে। 








No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...