গুচ্ছকবিতা
১
অবয়ব
শীতে বড়ো জীর্ণ আছি,জবুথবু আছি
এক গাছি লুঙ্গী গামছা ধড়া-খদ্দর গায়
খোলা পায়ে সব পিতামহ-'মহীরা যাতায়াত করে
ভিটেমাটি নদীঘাট আমন ধানের মাঠে
জবজবে ভেজা ঘাসে লিকের ধুলোয়
ডাঙাডহর পুকুর কুয়াশার ধোঁয়ায় ঢাকা
হাড়-কাঁপানো গুহার অবয়ব
২
ছায়ারা
ঘাই ধ'রে থাকে শীত উঠোন চাতালে
মনমরা বিধবা শাড়ির অনুপানে
ঘরাঘরি চরবস্তি ঝুপসি শালিক
মাইক ডিজে অপেরায় শহরতলি পথে নামে
রাতে উষ্ণতার আবেদনে, বনে বনে
গাছেদের পাতা বেয়ে টুপটুপ হিমজল ঝরে
বরফশীতল ছায়ারা ছায়ায় লুকায়
৩
আরণ্যক
ধুলোবালি মেখে আরণ্যক সব
পূর্ব-পুরুষেরা গোল হ'য়ে ব'সে থাকে
কাঠকুঠো ঘাসপাতা পুআল-খড়ের
জ্বলন্ত আঙার ঘিরে, পোড়া আলু পোড়া মাংসে
নিশীথের ব্যথা স্তিমিত হ'তেই আদিম খিদেয়
অস্থিরতা ধড়ায় খদ্দরে জড়াজড়ি
জ্বলে' উঠে লিঙ্গচর ধড়ের আঙার
৪
গল্পের
ঘাড় কাত ক'রে চলে আদিম ছায়ারা
দায়বোধে দুঃখী অসুখী মনে
অপার্থিব ঝাড়-লন্ঠন হ'য়ে জেগে থাকে
টুকরো টুকরো গল্পের জোনাকি
No comments:
Post a Comment