October 10, 2021

দেব নারায়ণ

 মন্দির


এ দেহ তো মন্দির নয়,

মন? সেও কলুষিত।

অন্ততঃ লোকে তাই বলে।

অথচ সম্ভাবনা ছিল

পদ্মপাতায় জল হয়ে থাকার।

মরিচীকা ছুঁয়ে দেখার প্রয়াসে

দেহ ও মনের বিকার।


আলাদিন বহু বার এসেছে

আশ্চর্য প্রদীপ জ্বালানো হয় নি

মন্দিরে, 

শুধু গালিচা টুকু নিয়েছি চেয়ে

তোমার আসার পথে বিছিয়ে

দেব বলে।


এই অবেলায়, মনে হয়

দেহ মনকে মন্দির করে তুলতে

চাই নি আমি,

আসলেই তোমার স্পর্শে

দেবতাকে জাগ্রত করতে চেয়েছি।



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...