বেদনার বিদায়
তোমার সব কবিতা ফেরত নাও,
আর আমায় একটু আগুণ দাও-
বিষ মেশানো আগুণ,
যাতে আর আশা না থাকে,
নইলে যে ঠোঁট কাঁপে
কাঁপতেই থাকে;
এইযে জেগে থাকা, এইযে বেঁচে থাকা-
মাথা-বুক-পা-হাত
শ্রাবণের এই নিঃস্ব অঘোর!
আমার একলা ঘরের দাবী,
আমার মরতে না পারা ক্ষত,
আষ্টেপৃষ্ঠে,
এখানে পাতালপোড়া রঙ
ফুটে ওঠে কাঁকরে ও চোখে- চোখের কাঁকরে,
এখানে বেদনার বিদায়ে-
থাকে রিক্ত।
No comments:
Post a Comment