July 31, 2021

মুহাম্মদ আকমাল হোসেন

 উৎবেগ


 পালাতে পালাতে ঘরের ভিতরে এসেছি

 এখন ঘাতকের মতো আমার দিকে তাকায় -

 দরজার হাতল, ঘরের ছিটকিনি, সিঁড়ির রেলিং।

 ঘর আর ঘুম রাখার জায়গা নেই।


 আমিও আমার জন্য নিরাপদ নয়।

 আমার হাত আঙুলকে আর বিশ্বাস করছি না।

 আমার শ্বাসকে আর অবাধে প্রকাশ হতে দিচ্ছে না। 


নিজেকেই জানছি ঠিক আছে? গলা, ফুসফুস, সুগার লেবেল।


 বিশ্বাস করতে পারছিনা।

 আগামীকাল আমার জন্য কি না!




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...