উৎবেগ
পালাতে পালাতে ঘরের ভিতরে এসেছি
এখন ঘাতকের মতো আমার দিকে তাকায় -
দরজার হাতল, ঘরের ছিটকিনি, সিঁড়ির রেলিং।
ঘর আর ঘুম রাখার জায়গা নেই।
আমিও আমার জন্য নিরাপদ নয়।
আমার হাত আঙুলকে আর বিশ্বাস করছি না।
আমার শ্বাসকে আর অবাধে প্রকাশ হতে দিচ্ছে না।
নিজেকেই জানছি ঠিক আছে? গলা, ফুসফুস, সুগার লেবেল।
বিশ্বাস করতে পারছিনা।
আগামীকাল আমার জন্য কি না!
No comments:
Post a Comment