পঞ্চপ্রদীপের আলো
ফাগুনের পাগল হাওয়ার মত কিশোরী মন
সীমাকে প্রেমের প্রথম' সা' শিখিয়েছিল
চলকে উঠেছিল সফেন সমুদ্রের মত কোমল ত্রিকোণ
জঙ্গলের পাশবালিশে গভীর দূরত্বে উষ্ণতার অনুভবে
চঞ্চল বেসামাল নাবিক দিশেহারা আজও
সে কি জানে পথশেষের গান
আজও ছিঁড়ে যায় পল
চেতনার চঞ্চল আঘাতে
বোস বাড়ির বিধবা বৌটা পুকুরে
সাদা শাড়ির আড়ালে লুকিয়ে রাখে
বেসামাল স্বপ্নের অরগ্যাজম
এদিকে বিপিনবিহারী বাঁশি বাজায় পুকুড়পাড়ে
ছিপ ফেলে
বিষন্ন দুপুর লাল রঙে রাঙিয়ে দেয় উপোষী সিঁথি
সুপুরির মত কলম আকৃতির সুখ
ফাউন্টেনপেনের কালি ঢালে সফেদ পাতায়
এলোমেলো জঙ্গুলে নদীর ছটফটানি
তরণি তরতরিয়ে বিলিয়ে দেয় গোপন স্বত্ব
হে বিধবা শাড়ির বিরহ
নেমে এস বাস্তবের বিলাসে
সাদা রঙের জয় হলে
পুরুষত্ব হারিয়ে ফ্যালে সেলফি
আজানুলম্বিত হস্তের মত
কল্পনার কাঠি
জাগিয়ে তোলে ঢেউ
আরামে জল দুলতে দুলতে
ভরে যায় সৈকতে বালি
No comments:
Post a Comment