ভাষা
কী ছিল ও-দুটি চোখে বুঝিনি তো
সহসা চোখ রেখেছিলে চোখে সে কি
কেবলই কৌতূহলে , আর কিছু নয়
বুঝিনি তা আজও , ভেবে ভেবে ব্যাকুল
হয়েছি রাতভর । নিজের ভেতর নিজেকে
কেমন গুটিয়ে রাখো কপট ছলনা ময়--
সাধ্য কী বুঝবে গোবেচারা অনুভব কতটা
শব্দময় ! অনুরাগে সিক্ত যখন চোখের
দুটি পাতা সে কি নিছকই বেদনাময় !
স্বপ্ন
ঘুমের ভেতর স্বপ্ন আসে স্বপ্ন হারায়
ধরতে গেলে ধরা যায় না কেমন অশরীরী !
ঘুমের ভেতর স্বপ্ন কেবল করে ঘোরাঘুরি
ছুঁতে গেলে ছোঁয়া যায় না অদৃশ্য হয় সে তখনই ।
অপেক্ষা
কেউ না কেউ কোথাও না কোথাও তোমার অপেক্ষায়
আছে
তুমি জানো না নিশ্চিত । কেউ না কেউ কোথাও না
কোথাও
তোমারই অপেক্ষায় থাকে , তুমি যাকে উপেক্ষা করো
হয়তো
সেও তোমারই অপেক্ষায় রত বছর ভর কেবলই
গুনছে
প্রহর । তোমাকে নিছক দেখবে এক ঝলক কিম্বা
শুনবে
তোমার বাণী , তাই বিছিয়ে রেখেছে স্বপ্নের মায়াজাল
কবে
সেই জালে ধরা দেবে তুমি সেই অপেক্ষায় হয়তো সে
ঝরঝরে
করেছে তার ইহকাল পরকাল ।
No comments:
Post a Comment