১. মাঝদরিয়া
রাত্রির বুক চিরে নেমে আসে মেঘ
তোমার ভালোবাসা মাখা হাতের স্পর্শে
একদিন ভেঙেছিল ঘুম।
ঘুম ঘুম চোখে দেখেছিলাম
তারাদের আনাগোনা,
তুমি তো ছিলে আমারই পাশে
হাতে হাত রেখে...
দমকা হাওয়ায় নিভে গেল সব
অন্ধকারে তোমার হাত হাতড়াতে হাতড়াতে
মাঝদরিয়ায় ভেসে চলি
কিনারার খোঁজে।
২. দিন অন্ধকারে
এখন আর কবিতা আসে না আমার
অতর্কিতে দু-একটি লাইন দাগ দিয়ে যায় মনে
কখনও লিখি
কখনও না লিখে হেলায় হারিয়ে ফেলি শব্দ
সময় যে সাথ দেয় না
দৈনন্দিন টানাপোড়েনে পুড়ে মরি...
সুজন সুধায় না কুশল
পাশাপাশি প্রতিবেশী প্রেম ভাগ করি
সুখের ঠিকানা খুঁজি
জীবনজোনাকি জ্বলে অন্ধকার কারাগারে
এখন আর কবিতা আসে না আমার।
No comments:
Post a Comment