দু'টি কবিতা
বর্ণপরিচয়
ভিতর থেকে ভিতরে এখনও বেজে ওঠে,
অ আ ক খ - আলো গান, একটা ইতিহাস।
যেন দীর্ঘ অন্ধকার শেষে নক্ষত্রপাঠ
এক আশ্চর্য নিদান, নিরক্ষর পথে পথে।
শুরু হয় বিচ্ছুরণ, প্রতিটি বর্ণের থেকে
অক্ষরে অক্ষরে প্রকৃত সন্ধান।
বাক্য মনের গঠন কিংবা নব জাগরণ
পথ করে দেয়, চিনতে শেখায়।
কখনও রাখালের সুরে, কখনো সুবোধ ছায়ায়
প্রতিটি যুক্তাক্ষরেই যুক্ত হয় এক মিলন মন্ত্র।
আগাছার স্তুতি
যে পৃথিবীর কালগর্ভে হারিয়ে যায় না নকশালবাড়ি
যে সমাজের আঙুল চুষেও নিমেষে উৎখাত হয় জমিদারী
সেখানেই জন্মেছিল আমাদের মতো বুনো ঘাস
প্রতিপালনের দায়িত্ব না নিলেও যে নিজের গরজে
বাড়তে থাকে, ক্রমশঃ বাড়তেই থাকে
সাধ্যমতো বিস্তার করে নিজের সাম্রাজ্য
তবুও লোকে তাকে আগাছাই বলে।
পায়ে মাড়াতে মাড়াতে তারই ওপর দিয়ে তৈরি হয় পথ
সে পথে সবুজ শহীদ হয়, তবু টিকে থাকে আগাছা
খটখটে শুকনো হয়ে তখন অপেক্ষারত, আর
সেই অন্তিমকালে আমি বারুদ মাখবো আঙুলে।
আগাছা বেঁচে থাকে সূর্যের পথ চেয়ে।
No comments:
Post a Comment