April 25, 2021

জয়ীতা চ্যাটার্জী

জ্বর

শীতরাত ধীরে ধীরে আসছে নেমে,
আমার খুব ভয় করে, খুব ভয়
সমস্ত কাজের শব্দ ধীরে ধীরে যাবে থেমে 
জ্বর আসবে আমার গায়ে খুব
দরজা ভাঙা, দালান ভাঙা জ্বর
বুকের ক্ষেতে ফাটল ধরবে
তুষারপাতে কাঁপবে আমার শরীর থরথর।
চুপ করে যাবে নদী, চুপ করে যাবে গাছেদের কথা
নিঃশব্দে আগুনের ঢল নেমে আসবে শরীরি বন্দরে
মৃত ইচ্ছা, মৃত স্বপ্ন, মৃত প্রেম
জ্বর আমাকে উড়িয়ে নিয়ে যাবে নতুন খেলায়
চোখ বন্ধ করলে দেখতে পাই তোমার বুকের সেই রক্তদৃশ্য
খাঁ খাঁ দুপুরের মত আমার গায়ে জ্বর
তোমার সমস্ত থাবা ভরে দিয়ে যাই খাবারে
ঘন বটবৃক্ষের ছায়া বুনে দিয়েছি আকাশের মাপে মাপে
তবু আমি ভয় পাচ্ছি, আমার শরীর কাঁপছে থর থর।।





No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...