April 25, 2021

সিঞ্চন কুমার

স্থাপত্য            ‎     

আগামীর রোদে মুছে ফেলো রংচটা দেয়াল!
নিজেকে চেনাও নতুন করে।

মুক্তির আহ্বান লেগে থাকে শিকড়ের অন্তরে
গাছেরা শ্বাস নিক খোলা আকাশের নীচে।

ভুল আর দ্বন্দ্বের লুকোচুরি বন্ধে
ছুঁড়ে দাও বাণ বাণীর।

লগ্ন বয়ে যাক
বিয়ে ভেঙে যাওয়া মেয়ের বুকেও জমে থাক ভালোবাসা।

স্থাপত্যে গড়ে উঠুক বিশ্বাস
বিশ্বাসের ভিড়ে জুড়ে থাক মানবিকতা।



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...