March 28, 2021

তুষার ভট্টাচার্য

 ভোরের কৈশোর


চির দুঃখের অক্ষরগুলি আমি পুঁতে দিই 

বোধি বৃক্ষের শিকড়ে ;

ভালবাসার গোপন চিঠিগুলি

ভাসিয়ে দিই নদীর জলে ;

বর্ষার মেঘে ঢাকা বিষণ্ণ চাঁদের ম্লান 

আবছা বুকে আমি আঁকিনা আর

কোনও শ্রীময়ীর মুখ ;

সবকিছু তুচ্ছ ভেবে

আমি মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় উড়িয়ে দিই  দুঃখী জীবন ;

তারপর আমার দু'চোখে উড়ে আসে

ভোরের কৈশোর।


দিকশূন্যপুরে 


অপমানিতের সমস্ত দুঃখ নিয়ে একদিন চলে যাব দিকশূন্যপুরে নিরুদ্দেশে ;

যাবার আগে তোমার 

দু'হাতে দিয়ে যাব ভালবাসার

স্মৃতির পতাকা।






No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...