ঋতুসংহার
মাথার ভিতরে জমে আছে একরাশ মেঘ
সারাদিন টিপটিপ বৃষ্টি
প্রত্যেকের মাথার ভিতরে থাকে নিজস্ব কোনো ঋতু
বৃষ্টিতে পালতোলা নৌকা ভাসায়
যক্ষ বা কুবের কারোরই প্রেয়সী নই আমি
চিঠি-ফিঠির আশা কবেই ছেড়েছি
বসে থাকি ময়দানের ঘাসে
রাতবাতি নিভে এলে ঘুমে চোখ ভারি হয়ে আসে
তারা খসা রাতে
তোমার জামায় ঝুঁকে পড়া রাত্রি মুছে গেছে
বস্তুনিরপেক্ষতা থেকে দূরে মিটমিট করছে
একটি তারা
কুন্ডলি পাকিয়ে শুয়ে আছি
আর নিজের আদল বসিয়ে দিচ্ছি এর ওর মুখে
ঋতু পরিবর্তনের মোহের ভিতরে গছিয়ে উঠছে
নানা রকমের ডালপালা ।
রোমন্থন
কোনো কোনোদিন তোমার দেহের পাশে
নিচু হয়ে বসি।পেলমেট,পর্দায় বিবর্ণ রাত
নিচু হয়ে ঝুঁকে পড়া জবা
আর একটা চাঁদ কেবলই অনুসরণ করে
হাওয়া এসে ঢুকে পড়ে ঘরের ভিতর।
এসব কথা যখন আমি লিখে রাখি
দূরের একটা মহাদেশে আলো জ্বলে ওঠে।
No comments:
Post a Comment