ইতিকথা
আমাদের ইতিকথাগুলো ঝরা পালকের মতো সটান
উড়ে গেল ঈশান নৈর্ঋত। কিছু বা ছড়াল বাতাসে
কাপাস তুলোর মতো অর্বাচীন ।স্বদেশ ছাড়িয়ে
বিদেশেও
পাড়ি দিল পৌন:পুনিক।আমাদের ইতিকথাগুলো
লোকমুখে ফেরে বংশ পরম্পরা ধরে রাখে তার
প্রচলিত
দিক। আজ একবিংশ শতকেও ইতিকথাগুলো সমান
প্রাসঙ্গিক । যখন আতান্তরে পড়ি অনায়াস উচ্চারণ
করি পৃ্র্বসূরীরা কতটা বিজ্ঞ ছিলেন আমাদের চেয়ে
যোজন যোজন দূরহস্ত মহা পণ্ডিত ।
No comments:
Post a Comment