December 27, 2020

সুমন দিন্ডা

হাওয়া

দাদা নতুন কিছু দেখান, এসব পুরানো 
সব জায়গায়, সব দোকানে শুনতে পাবেন একথা,
জামা, জুতো, গয়নাগাঁটি অথবা মোবাইল ফোন 
সবকিছু আমাদের নতুনতর চাই।
কিন্তু পুরানোদের কী হবে?
তাদের পড়ে থাকার যন্ত্রণা 
বিক্রি না হওয়ার আশঙ্কা
কীভাবে তাদের মৃত্যু ডেকে আনে
সেকথা কারা তলিয়ে খোঁজে? 
কিন্তু আপনার মতো কলমবাগীশ যাঁরা 
তাঁদের কাছে আবার নতুনরা গুরুত্বহীন, 
ওদের ভাবনা ধার করে আপনার চকচকে টাঁক
অথচ লিখতে জানেনা বলে ওদের 
ফেলে রাখেন শেষ পংক্তিতে।
আপনি চমকিত হন কিন্তু দেখান না,
সাহসকে ভয় পান কিন্তু বুঝতে দেন না।
ঠিকমতো চর্যার অভাবে শুকোতে থাকে চারাগাছ। 

আমি এখনো ভাবছি 
নতুন না পুরাতন কোন পথে হাঁটলে
একটা অবিশ্বাসকে সরে যেতে দেখবো
ভোরের রাতের মতো।






No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...